আব্দুল্লাহ আল মামুন এর কবিতা 'ইচ্ছে করে' লিঙ্ক পান Facebook X Pinterest ইমেল অন্যান্য অ্যাপ ডিসেম্বর ১২, ২০১৯ ইচ্ছে করে আব্দুল্লাহ আল মামুন ইচ্ছে করে, নীল আকাশে মেঘের নায়ে চড়ি, ইচ্ছে করে, জীবনটাকে হীরের মত গড়ি। ইচ্ছে করে, ভোর বিহন পাখির মত ডাকি, ইচ্ছে করে, ভালো হয়ে সবার মাঝে থাকি। আরও পড়ুন