ব্লু হোয়েল / blue whale
ব্লু হোয়েল তাজওয়ার মুনির ব্লু হোয়েল খেলাতো নয় এটি মরণ ফাঁদ এর পাল্লায় পরলে তুমি হবে কুপোকাত। করলে প্রবেশ এই খেলাটি তোমার মোবাইলে বের হবেনা আর কখনো সব চেস্টা বিফলে। করবে চুরি সব তথ্য তোমার অজান্তে বাধ্য হবে খেলতে এটি পরবে ভোগান্তিতে। শুরুটা ভাই বেশ মজার কস্ট আছে শেষে হবে তোমার প্রাণনাশ গেমের জালে ফেঁসে। পঞ্চাশ ধাপের খেলা এটি শুরুটা লাগে ভালো নিবে তোমার গোপন কথা আরো যত কালো। চল্লিশ ধাপ খেলার পরে চাইলে বের হতে হুমকি দিবে গোপন তথ্য ফাঁস করে দিতে। করবে তোমায় এই খেলাটি সকল বন্ধুহীন হবে তোমার তখন সাথি মদ গাজা হিরোইন। হতাশায় ফেলবে তোমায় পাবে না আলোর রেশ এমনি করে ব্লু হোয়েল জীবন করবে শেষ। আত্মনাশ করতে চাইলে এই গেমটি খেলো বলছি ভাই শোন এবার এই গেমটি ভুলো।