ঘাপটি মেরে বসে থাকে
ঘাপটি মেরে বসে থাকে
তাজওয়ার মুনির
আমি এখনো তোমার পথ চেয়ে বসে থাকি,
আমি দেখতে থাকি তোমার সেই লেখাগুলো,
যা পরম যত্ন করে লিখেছিলে আমার জন্য।
আমি এখনো তোমার সেই চিরচেনা জাম
গাছটার নিচে বসে থাকি।
জান,
যখন সেই ঘাট বাধানো পুকুর পাড়ে
আনমনা বসে থাকি,
মনে হয়, তুমি চুপিচুপি আমার
চোখদুটো জাপটে ধরেছো।
আর, সেই স্বভাবসুলভ হাসি দিয়ে
গলাটা জড়িয়ে ধরো।
জান,
আমি ভুলিনি, তোমার পছন্দের
ফুল ছিল কচুরি পানার ফুল।
যখন রাগ করতে, একটা কচুরি ফুল হলেই
তোমার সব রাগ ফিকে হয়ে যেত।
তুমি বলতে,
দেখেছো, কেমন ময়ুরের পেখমের মত!
একদিন বায়না ধরেছিলে,
হাওয়ার মিঠাই খাওয়ার।
মনে আছে তোমার?
আমি কত যায়গা ঘুরে অবশেষে
তোমার হাওয়ার মিঠাই'র দেখা পেয়েছিলাম!
জান,
আমার বেলী ফুলের গাছটা না
তোমার ছোয়ায় কেমন
লকলকিয়েবেড়ে উঠেছিল,
এখন আবার সেই আগের মত
ফ্যাকাসে হয়ে গেছে।
আমার দুটো কোয়েল পাখিও
আর আগের মত ডাকেনা,
কেমন ঘাপটি মেরে বসে থাকে।
তাজওয়ার মুনির
আমি এখনো তোমার পথ চেয়ে বসে থাকি,
আমি দেখতে থাকি তোমার সেই লেখাগুলো,
যা পরম যত্ন করে লিখেছিলে আমার জন্য।
আমি এখনো তোমার সেই চিরচেনা জাম
গাছটার নিচে বসে থাকি।
জান,
যখন সেই ঘাট বাধানো পুকুর পাড়ে
আনমনা বসে থাকি,
মনে হয়, তুমি চুপিচুপি আমার
চোখদুটো জাপটে ধরেছো।
আর, সেই স্বভাবসুলভ হাসি দিয়ে
গলাটা জড়িয়ে ধরো।
জান,
আমি ভুলিনি, তোমার পছন্দের
ফুল ছিল কচুরি পানার ফুল।
যখন রাগ করতে, একটা কচুরি ফুল হলেই
তোমার সব রাগ ফিকে হয়ে যেত।
তুমি বলতে,
দেখেছো, কেমন ময়ুরের পেখমের মত!
একদিন বায়না ধরেছিলে,
হাওয়ার মিঠাই খাওয়ার।
মনে আছে তোমার?
আমি কত যায়গা ঘুরে অবশেষে
তোমার হাওয়ার মিঠাই'র দেখা পেয়েছিলাম!
জান,
আমার বেলী ফুলের গাছটা না
তোমার ছোয়ায় কেমন
লকলকিয়েবেড়ে উঠেছিল,
এখন আবার সেই আগের মত
ফ্যাকাসে হয়ে গেছে।
আমার দুটো কোয়েল পাখিও
আর আগের মত ডাকেনা,
কেমন ঘাপটি মেরে বসে থাকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন