নবীন সাদিকের কবিতা " অদ্ভুত আঁধারে"
অদ্ভুত আঁধারে
নবীন সাদিক
স্বাধীনতা এখন অদ্ভুত আঁধারের দখলে
হাবুডুবু খায় দীঘির পঁচা পানিতে
অথবা গুটিসুটি মেরে ঘরের কোনায় লুকিয়ে সে
ভয়ে জড়সড় থরথর কাঁপে তার ধমনি
চোখেমুখে তার দুশ্চিন্তার গাঢ়ছাপ
চারদিকে শুধু ভয়, ভয় আর ভয়
অদৃশ্য কালো হাতে খোঁজে তার গলদেশ
চেপে ধরবেই, সে হাতের এক শক্ত প্রতিজ্ঞা
কোথায় দুঃসাহসী?
ভেঙে দে না কালো হাত।
নতুবা পথে, ঘাটে, ঘরে,বাইরে কোথায় পাবি স্বাধীনতা?
কবেই বা খুলবে হাতে হাতে লেগে থাকা অবৈধ হ্যান্ডকাপ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন