এইচ এম মিরনের কবিতা " বন্ধুগুলি কই?"
বন্ধুগুলি কই?
এইচ এম মিরন হোসাইন
পল্লী মায়ের আচঁল ছেড়ে
এলাম শহরে,
কতজনকে করলাম আপন
অচীন শহরে।
আমার মায়ের আচঁল সম
সোনার পল্লী ছেড়ে,
বহুদূরে আছি আমি
পরকে আপন করে।
মনে পরে পল্লী মায়ের
স্মৃতিগুলি অই,
শেষ বিকেলে খেলার মাঠের
বন্ধুগুলি কই?
গ্রীষ্মকালের ভর-দুপুরেনদীর পাড়ের সেই,
একইসাথে গোসল করার
বন্ধুগুলি কই?
আজকে বড় একা আমি
নেইতো পাশে কেউ,
এই শহরের বন্ধুগুলি
তারা কেবা কই?
হঠাৎ করেই ঘুরতে যাওয়া
সবাই কিংবা কেউ,
চায়ের কাপে ভাগ বসানো
বন্ধুগুলি কই?
পর হলেও আপন যারা
আজকে তারা কই?
ক্লাশ শেষে আড্ডা দেওয়ার
বন্ধুগুলি কই?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন