মালিহা ইফফাত স্বর্ণা'র কবিতা " জীবনের পরম পাওয়া"
জীবনের পরম পাওয়া
মালিহা ইফফাত স্বর্ণা
যখন ভীষণ একা অনুভব করি।
তখন জীবনের পাতা গুলো উল্টে দেখি,
কি পেলাম এ জীবনে?
কিন্তু হায় জীবনের পাতা গুলো উল্টাতে
উল্টাতে একেবারে শেষ পাতায় এসে
পরেছি কিন্তু কোনো পাওনা তো নেই!
শুধু আছে কিছু আপন জনদের হারানোর
অসম্ভব বেদনা আর চোখের পানি।
তখন জীবন কে প্রশ্ন করি,
এই কি পেলাম জীবনে?
জীবন হেসে উত্তর দিলো এটাই তো
আসলে পরম পাওয়া।
মালিহা ইফফাত স্বর্না
রাধাকান্তপুর, নবাবগঞ্জ, ঢাকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন