আদনান মাহমুদ এর কবিতা " তুমি"

তুমি

আদনান মাহমুদ (ভবঘুরে) 


অতলান্তের পরিশ্রান্তিতে তুমি এক কাঙ্ক্ষিত বিশ্রাম।
সহস্র দুঃখবোধে তোমার দৃষ্টিতেই সুখকর অনুভব। 
সমস্ত মলিনতায় অগনিত উজ্জলতা তুমি। 
ফিরে আসবো আমি বারবার তোমারই কাছে। 
তুমি থাকবে অমলিন এই হৃদয়ের মণিকোঠায়। 
একমাত্র সত্য হয়ে থাকবে তুমি শুধুই যে তুমি। 
 তুমি প্রেরনা আমার নিদ্রা থেকে জেগে উঠবার। 
অসীম সাহসী তুমি, ভালোলাগার একটাই মাকান। 
আবেগ অনুভূতি আর কল্পনা পুরোটা জুড়ে একটাই তুমি। 
ওই ঠোটদয়ে হাসি ফুটে তোমারই হাসি দেখে। 
আমার  ভালোবাসার রাজ্যের সবটাই যেন তোমার দখলে। 
হৃদয়ের পুরোটা দখল করার দুঃসাহসিকতা দেখাতে বলেছিল কে?
এখন প্রতিমুহূর্তই যে তোমার কল্পনা স্মৃতি নিয়েই নিশ্বাস নিতে হয়!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নবীন সাদিকের কবিতা " অদ্ভুত আঁধারে"

তাজওয়ার মুনির এর "এক টুকরো গল্প"

আব্দুল্লাহ আল মামুন এর কবিতা 'ইচ্ছে করে'