পোস্টগুলি

2020 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শ্বশুর বাড়ির কুত্তাও সালাম পায় | তাজওয়ার মুনির

ছবি
আমাদের এলাকায় একটা জনশ্রুতি আছে "শ্বশুর বাড়ির কুত্তাও সালাম পায় "। অর্থাৎ এটা দ্বারা তারা বুঝাতে চেষ্টা করে শ্বশুর বাড়ির সকলকে (শ্বশুর, শাশুড়ী, সম্বন্ধী, শালা, গুড়া ল্যাদা শুদ্ধা) সালাম দেওয়া জামাই'র জন্য অঘোষিত ফরজ। এর কোন হেরফের ঘটলে জামাই তো আছেই তার গুষ্ঠিশুদ্ধা উদ্ধারের প্রাণপণ লড়াই চলতে থাকে। কোন কোন যায়গায় জামাইকে কিছু না বলতে পারলেও মেয়েকে ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার দিয়ে সামান্য কচলে দেয়। আর সেই সামান্য কচলানো বাড়তে বাড়তে রাস্তার শেষ প্রান্ত মানে জামাই'র উপর গিয়েই পড়ে। আমার কথা হচ্ছে, শুধু জামাই'র উপর কি সালাম দেওয়া ফরজ (তাদের আচরণে ফরজ ই মনে হয়) ? আরো কিছু লোকজন আছে, যারা সালামের উত্তর নেওয়ার জন্য মুখ হা করে থাকে। এই কাতারে কিছু মৌলানারাও আছে। তাদের ভাবসাব এরকম, মুই কি হনুরে! ছোটবেলার একটা ঘটনা বলি, খুব সম্ভবত প্রাথমিকের শেষ পর্যায়ে। মাদ্রাসায় পড়ি। যেহেতু মাদ্রাসায় পড়ি, সচারাচর অন্য ছাত্রদের চেয়ে একটু বেশিই সালাম দেওয়ার অভ্যাস ছিল। একদিন এলাকার বড় ভাই (খুব বেশি বড় না) দুজন মেয়েকে (কাজিন টাজিন হবে আরকি) নিয়ে খোশগল্প করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল। ...