পোস্টগুলি

2017 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্লু হোয়েল / blue whale

ব্লু হোয়েল তাজওয়ার মুনির ব্লু হোয়েল খেলাতো নয় এটি মরণ ফাঁদ এর পাল্লায় পরলে তুমি হবে কুপোকাত। করলে প্রবেশ এই খেলাটি তোমার মোবাইলে বের হবেনা আর কখনো সব চেস্টা বিফলে। করবে চুরি সব তথ্য তোমার অজান্তে বাধ্য হবে খেলতে এটি পরবে ভোগান্তিতে। শুরুটা ভাই বেশ মজার কস্ট আছে শেষে হবে তোমার প্রাণনাশ গেমের জালে ফেঁসে। পঞ্চাশ ধাপের খেলা এটি শুরুটা লাগে ভালো নিবে তোমার গোপন কথা আরো যত কালো। চল্লিশ ধাপ খেলার পরে চাইলে বের হতে হুমকি দিবে গোপন তথ্য ফাঁস করে দিতে। করবে তোমায় এই খেলাটি সকল বন্ধুহীন হবে তোমার তখন সাথি মদ গাজা হিরোইন। হতাশায় ফেলবে তোমায় পাবে না আলোর রেশ এমনি করে ব্লু হোয়েল জীবন করবে শেষ। আত্মনাশ করতে চাইলে এই গেমটি খেলো বলছি ভাই শোন এবার এই গেমটি ভুলো।

ঘাপটি মেরে বসে থাকে

ঘাপটি মেরে বসে থাকে তাজওয়ার মুনির আমি এখনো তোমার পথ চেয়ে বসে থাকি, আমি দেখতে থাকি তোমার সেই লেখাগুলো, যা পরম যত্ন করে লিখেছিলে আমার জন্য। আমি এখনো তোমার সেই চিরচেনা জাম গাছটার নিচে বসে থাকি। জান, যখন সেই ঘাট বাধানো পুকুর পাড়ে আনমনা বসে থাকি, মনে হয়, তুমি চুপিচুপি আমার চোখদুটো জাপটে ধরেছো। আর, সেই স্বভাবসুলভ হাসি দিয়ে গলাটা জড়িয়ে ধরো। জান, আমি ভুলিনি, তোমার পছন্দের ফুল ছিল কচুরি পানার ফুল। যখন রাগ করতে, একটা কচুরি ফুল হলেই তোমার সব রাগ ফিকে হয়ে যেত। তুমি বলতে, দেখেছো, কেমন ময়ুরের পেখমের মত! একদিন বায়না ধরেছিলে, হাওয়ার মিঠাই খাওয়ার। মনে আছে তোমার? আমি কত যায়গা ঘুরে অবশেষে তোমার হাওয়ার মিঠাই'র দেখা পেয়েছিলাম! জান, আমার বেলী ফুলের গাছটা না তোমার ছোয়ায় কেমন লকলকিয়েবেড়ে উঠেছিল, এখন আবার সেই আগের মত ফ্যাকাসে হয়ে গেছে। আমার দুটো কোয়েল পাখিও  আর আগের মত ডাকেনা, কেমন ঘাপটি মেরে বসে থাকে।

তাজওয়ার মুনির এর কবিতা " দোষ ছিল কী তাদের?

ছবি
দোষ ছিল কী তাদের? তাজওয়ার মুনির মরছে মানুষ, মারছে মানুষ মায়ানমারে ওই। মানবতার ধ্বজাধারী ওরা গেল কই? কোথায় গেল বিশ্ববিবেক কোথায় জাতীসংঘ? দেয়না কেন আজকে ওদের মানুষ মারায় ভংগ। সম্ভ্রম হারায় মা বোনেরা চোখ কি সবার অন্ধ? জীবন নিয়ে ছিনিমিনি হবে কবে বন্ধ? ছোট্ট শিশু করছে পান স্তন মৃত মায়ের। আর কত দেখলে বল মিটবে জ্বালা গায়ের? নাফ নদিটা হলো যে লাল রক্তে রোহিংগাদের, কেন তারা মরবে এমন দোষ ছিল কী তাদের? x