তাজওয়ার মুনির এর কবিতা " দোষ ছিল কী তাদের?
দোষ ছিল কী তাদের?
তাজওয়ার মুনির
মরছে মানুষ, মারছে মানুষ
মায়ানমারে ওই।
মানবতার ধ্বজাধারী
ওরা গেল কই?
কোথায় গেল বিশ্ববিবেক
কোথায় জাতীসংঘ?
দেয়না কেন আজকে ওদের
মানুষ মারায় ভংগ।
সম্ভ্রম হারায় মা বোনেরা
চোখ কি সবার অন্ধ?
জীবন নিয়ে ছিনিমিনি
হবে কবে বন্ধ?
ছোট্ট শিশু করছে পান
স্তন মৃত মায়ের।
আর কত দেখলে বল
মিটবে জ্বালা গায়ের?
নাফ নদিটা হলো যে লাল
রক্তে রোহিংগাদের,
কেন তারা মরবে এমন
দোষ ছিল কী তাদের?
তাজওয়ার মুনির
মরছে মানুষ, মারছে মানুষ
মায়ানমারে ওই।
মানবতার ধ্বজাধারী
ওরা গেল কই?
কোথায় গেল বিশ্ববিবেক
কোথায় জাতীসংঘ?
দেয়না কেন আজকে ওদের
মানুষ মারায় ভংগ।
সম্ভ্রম হারায় মা বোনেরা
চোখ কি সবার অন্ধ?
জীবন নিয়ে ছিনিমিনি
হবে কবে বন্ধ?
ছোট্ট শিশু করছে পান
স্তন মৃত মায়ের।
আর কত দেখলে বল
মিটবে জ্বালা গায়ের?
নাফ নদিটা হলো যে লাল
রক্তে রোহিংগাদের,
কেন তারা মরবে এমন
দোষ ছিল কী তাদের?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন