নবীন সাদিকের কবিতা " বিরতি চলছে কবির কলমে"
বিরতি চলছে কবির কলমে
নবীন সাদিক
কবিতায় কিছু লিখিস না রে মন
তুই একটু নিজেকে শান্ত করে নে
যতই কষ্ট হোক গায়ে মেখে নিন্দারকাঁটা
চুপ করে সয়ে নে হুমকি-ধমকি আরো যতসব
তোর কথার ওপরে ভারি নকশিকাঁথার ভার দিয়ে ঢেকে রাখ
সময় হলে উদম করে দিবি উন্মুক্ত আকাশে
বাতাসে বাতাসে তার ঢেলে দেয়া ঘ্রাণেই বলে যাবে আগে তুই কী বলতে চেয়েছিলি
সময়ের সাথে সাথে
তারে ডাকা কর্কশ কাকটিও ঠিক বুঝে যাবে তার স্বরের দুর্গন্ধ তোকে কতটা বিব্রত করেছিলো
গর্তের আঁধারে থাকা ছুঁচো ইদুরটি ঠিকই বুঝবে সে ছিলো সংকীর্ণ দেয়ালে
কোকিলও ঠিক বুঝে যাবে ক্ষণেক্ষণে তার পাল্টেছিলো স্বর ও সুর
কি আর করবি মন কবিতার খাতাটিকে তুই নির্বাসনে পাঠা, না হয়
বিদ্বেষী হাত খামচে নিতে পারে পাতাপাতা সব কবিতাগুচ্ছ
আপাতত তুই বাইরে টানিয়ে দে
"বিরতি চলছে কবির কলমে"
অবুঝ,অপদের আত্মায় আসুক শান্তি ও স্বস্তি
নতুবা ওদের ঘুম হারাম হয়ে যায় কর্মফল ভেবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন