জাতীয় কবির জন্মদিনে কবি নবীন সাদিক এর কবিতা " ফিরে আসো নজরুল"
ফিরে আসো নজরুল
নবীন সাদিক
কবি তাঁর কবিতার খাতাটাতা রেখে হায়
নিঝঝুম নিরালায় চিরঘুম,
সমাজের সবটায় অবিরল ক্রন্দন
মানুষের দিন কাটে নির্ঘুম।
দিকেদিকে হাহাকার শোষকের চোষানল
শাসকের লাঠি চলে হরদম,
জনতার পিঠলাল নিস্তারদাতা নাহি
চোর-চাটা গুন্ডার সরগম।
সমাজের ভাঁজে ভাঁজে যতসব শয়তান
মানুষের বেশ ধরে ঠাঁই পায়,
সাধারন ভুখা মুখে পায় না তো রুটি চাল
বাবুসাব যতখুশি তাই পায়।
ভোট ভাত অধিকার নাই আজ জনতার
শাসকের হাতে সব দখলেই,
জনগন চুপচাপ মুখবুজে সয়ে চলে
প্রতিবাদহীন দেখি সকলেই।
তুমি ছাড়া কে শেখায় মানুষের সংগ্রাম,
মুক্তির ভাষা,পথ কে দেখায়?
আরবার ফিরে আসো প্রিয় হে নজরুল
গরীবের হক রাজা মেরে খায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন