বর্ণমালার কথা | তাজওয়ার মুনির


বর্ণমালার কথা

তাজওয়ার মুনির

মাধবী ফুলের ঘ্রাণে ভেসে আসে বর্ণমালার কথা
নেবুর থোকায় থোকায় দেখা মেলে শহীদের ইতিকথা।
লাল শিমুল আর লাল কৃষ্ণচূড়া কথা বলে শহীদের
বাংলা ভাষা ধ্বনিত হয় কণ্ঠে সুরেলা কোকিলের।
রিক্ততা যত ঝেড়ে ফেলে মুছে পেয়েছি প্রাণের প্রাণনা
সালাম শফিউর জীবন দিয়ে করে গেল মুক্তির সূচনা।
রফিক জব্বার জীবন দিয়ে করে গেল তবে দেনা
আরো কত শহীদের এই দেনা কোনদিন শোধ হবে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নবীন সাদিকের কবিতা " অদ্ভুত আঁধারে"

তাজওয়ার মুনির এর "এক টুকরো গল্প"

আব্দুল্লাহ আল মামুন এর কবিতা 'ইচ্ছে করে'