তাজওয়ার মুনির এর কবিতা "মায়ের ভাষা"
মায়ের ভাষা
তাজওয়ার মুনির
কোয়েল দোয়েল ময়না টিয়া
সবার আছে গান,
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রান।
গদ্য লেখার পত্রে আজি
শুক্ষ্ম কারুকাজ,
অক্ষরেরই ছন্দে ভাসে
মায়ের মুখের সাজ।
এই ভাষাতে কাব্য লিখি
সকাল সন্ধ্যা রোজ,
এই ভাষাতে নিত্য দিনই
নেই সবারই খোজ।
শফিক সালাম জীবন দিল
বাংলা ভাষার তরে ,
তাদের অবদান বাঙালিরা
স্মরবে জীবন ভরে।
ফাগুন মাসের আগুন ঝরা
দগদগে ঐ রক্ত,
করলো উচু বিশ্ব মাঝে
বাংলা ভাষা শক্ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন