পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আদনান মাহমুদ এর কবিতা " তুমি"

ছবি
তুমি আদনান মাহমুদ (ভবঘুরে)  অতলান্তের পরিশ্রান্তিতে তুমি এক কাঙ্ক্ষিত বিশ্রাম। সহস্র দুঃখবোধে তোমার দৃষ্টিতেই সুখকর অনুভব।  সমস্ত মলিনতায় অগনিত উজ্জলতা তুমি।  ফিরে আসবো আমি বারবার তোমারই কাছে।  তুমি থাকবে অমলিন এই হৃদয়ের মণিকোঠায়।  একমাত্র সত্য হয়ে থাকবে তুমি শুধুই যে তুমি।   তুমি প্রেরনা আমার নিদ্রা থেকে জেগে উঠবার।  অসীম সাহসী তুমি, ভালোলাগার একটাই মাকান।  আবেগ অনুভূতি আর কল্পনা পুরোটা জুড়ে একটাই তুমি।  ওই ঠোটদয়ে হাসি ফুটে তোমারই হাসি দেখে।  আমার  ভালোবাসার রাজ্যের সবটাই যেন তোমার দখলে।  হৃদয়ের পুরোটা দখল করার দুঃসাহসিকতা দেখাতে বলেছিল কে? এখন প্রতিমুহূর্তই যে তোমার কল্পনা স্মৃতি নিয়েই নিশ্বাস নিতে হয়!

নবীন সাদিকের কবিতা " অদ্ভুত আঁধারে"

ছবি
অদ্ভুত আঁধারে নবীন সাদিক স্বাধীনতা এখন অদ্ভুত আঁধারের দখলে হাবুডুবু খায় দীঘির পঁচা পানিতে অথবা গুটিসুটি মেরে ঘরের কোনায় লুকিয়ে সে ভয়ে জড়সড় থরথর কাঁপে তার ধমনি চোখেমুখে তার দুশ্চিন্তার গাঢ়ছাপ চারদিকে শুধু ভয়, ভয় আর ভয় অদৃশ্য কালো হাতে খোঁজে তার গলদেশ চেপে ধরবেই, সে হাতের এক শক্ত প্রতিজ্ঞা কোথায় দুঃসাহসী? ভেঙে দে না কালো হাত। নতুবা পথে, ঘাটে, ঘরে,বাইরে কোথায় পাবি স্বাধীনতা? কবেই বা খুলবে হাতে হাতে লেগে থাকা অবৈধ হ্যান্ডকাপ?

মালিহা ইফফাত স্বর্ণা'র কবিতা " জীবনের পরম পাওয়া"

ছবি
জীবনের পরম পাওয়া মালিহা ইফফাত স্বর্ণা  যখন ভীষণ একা অনুভব করি। তখন জীবনের পাতা গুলো উল্টে দেখি, কি পেলাম এ জীবনে? কিন্তু হায় জীবনের পাতা গুলো উল্টাতে উল্টাতে একেবারে শেষ পাতায় এসে পরেছি কিন্তু কোনো পাওনা তো নেই! শুধু আছে কিছু আপন জনদের হারানোর অসম্ভব বেদনা আর চোখের পানি। তখন জীবন কে প্রশ্ন করি, এই কি পেলাম জীবনে? জীবন হেসে উত্তর দিলো এটাই তো আসলে পরম পাওয়া। মালিহা ইফফাত স্বর্না রাধাকান্তপুর, নবাবগঞ্জ, ঢাকা।

এইচ এম মিরনের কবিতা " বন্ধুগুলি কই?"

ছবি
বন্ধুগুলি কই? এইচ এম মিরন হোসাইন পল্লী মায়ের আচঁল ছেড়ে            এলাম শহরে, কতজনকে করলাম আপন            অচীন শহরে। আমার মায়ের আচঁল সম            সোনার পল্লী ছেড়ে, বহুদূরে আছি আমি            পরকে আপন করে। মনে পরে পল্লী মায়ের            স্মৃতিগুলি অই, শেষ বিকেলে খেলার মাঠের                বন্ধুগুলি কই? গ্রীষ্মকালের ভর-দুপুরে              নদীর পাড়ের সেই, একইসাথে গোসল করার              বন্ধুগুলি কই? আজকে বড় একা আমি             নেইতো পাশে কেউ, এই শহরের বন্ধুগুলি               তারা কেবা কই? হঠাৎ করেই ঘুরতে যাওয়া               সবাই কিংবা কেউ,  চায়ের কাপে ভাগ বসানো           ...

জুলফিকার রাসেলের কবিতা " শীতের সকাল"

ছবি
শীতের সকাল জুলফিকার রাসেল চারদিকে ঘন কুয়াশা শিশিরের বিন্দু বিন্দু কণা, শান্ত হিম বাতাস শির শির অনুভূতি। দল বেধে আসে অতিথি পাখি। কুয়াশার চাদরে ঢাকা নদ আর নদী https://www.facebook.com/julfikarrasel1234.rasel.566556